শহরে ট্রাফিক পুলিশের অভিযান, বাজেয়াপ্ত বহু বাইক, স্কুটি

আগরতলা, ২৬ জুন: শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। যে সমস্ত যানবাহনের সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং মামলা নেওয়া হচ্ছে। আজ উত্তর গেট, আরএমএস চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে অভিযানে নেমে একথা বলেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির এবং অন্যানরা। এদিন এসপি বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে। বেশ কিছু বাইক, স্কুটি ও গাড়িকে আটক করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আগরতলার উত্তর গেট, আরএমএস চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে একসঙ্গে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২৬টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া নম্বর প্লেটে কারচুপি করা হয়েছে এমন ৬৫টি যানবাহন চালককে জরিমানা করা হয়।

ট্রাফিক পুলিশ সুপার জানান জানান, শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশে এই অভিযান করা হয়েছে। আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।