আগরতলা, ২৬ জুন : মারুতি গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে তিনজন ব্যক্তি। আজ দুপুরে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া হাতাই কতর ইকো পার্কের সামনে ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মী আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে টিআর০১এএম০৫৮৪ নম্বরের একটি মারুতি তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া হাতাই কতর ইকো পার্কের দিকে আসছিল। অপরদিকে টিআর০৬-৩৪২০ নম্বরের অটো যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ইকো পার্কের সামনে পৌঁছতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় মানুষজন ছুটে আসেন। দ্রুত খবর দেওয়া হয়েছে তেলিয়ামুড়া দমকলকর্মীদের। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন পাপিয়া ভট্টাচার্য ( ৪০),স্মৃতি দাস ( ৪৯) অনিকেত ভট্টাচার্য( ১৮)। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তাঁরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।ওই ঘটনায় অটো রিক্সার চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

