আগরতলা, ২৬ জুন : পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার দাবীতে এবং বিদ্যালয়ের বিভিন্ন দৈনন্দিন সমস্যা নিরসনে পথ অবরোধে বসতে বাধ্য হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাতে, সাপ্তাহিক হাটবারে পথ অবরোধের সংবাদ পেয়েই দ্রুত অবরোধ স্থলে ছুটে গিয়েছে বিদ্যালয় পরিদর্শক।
জানা গিয়েছে, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ সিংহভাগ বিদ্যালয়েই রয়েছে যথেষ্ট শিক্ষক স্বল্পতা। আবার কিছু কিছু বিদ্যালয়ে খাতায় পত্রে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা থাকলেও সিংহভাগ শিক্ষক শিক্ষিকারাই বিদ্যালয় মুখো হন না। বহু বিদ্যালয়ে নেই পানীয় জলের পরিষেবা ফলে বহু বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পানীয় জলের তেষ্টা মেটাতে হাহাকার পরিলক্ষিত হয়। বহু বিদ্যালয়ে নেই খেলা ধুলার মাঠ এবং খেলার সরঞ্জাম। বহু সমস্যায় জর্জরিত এমন একটি বিদ্যালয় গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন দুর্গাপুরের আনন্দমোহন রোয়াজা দশমমান বিদ্যালয়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় দুইশ আশি জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র সাত জন এরমধ্যে উক্ত বিদ্যালয়ের ইনচার্জ দীপক সাহা। দীপক সাহা রাজধানীর ইন্দ্রনগরের শরীফুল হাসানের খুনের ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত হওয়ার পর তিনি বর্তমানে হাজতবাসে রয়েছেন।
সম্প্রতি উক্ত বিদ্যালয়ের ভালোমানের শিক্ষক হিসাবে পরিচিত সঞ্জিত দাসকেও বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতার মাঝেও শিক্ষক সঞ্জিত দাসকে বদলি করে নেওয়ার ফলে ছাত্রছাত্রীরা তেলে বেগুনে জ্বলে উঠে। বারবার উক্ত বিদ্যালয়ের সমস্যার কথা বিদ্যালয় পরিদর্শককে জানিয়েও কোন কাজের কাজ কিছুই না হওয়ায় বৃহস্পতিবার উক্ত বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিওসি-র সামনে মূল রাস্তায় ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসে। গন্ডাছড়া সদর বাজারের সাপ্তাহিক হাটবার ছিল বৃহস্পতিবার। পথ অবরোধের ফলে সকাল সাড়ে ছয়টা থেকেই ওই রাস্তাটি বন্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে পড়ে বিওসি -র তেল প্রদান পরিষেবা। বিপাকে পড়ে যায় যান চালকরা।
এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান আইএস থাইসা মগ। সাথে সাথে খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। দীর্ঘ দুই ঘন্টার আলোচনা শেষে আগামী শনিবারের মধ্যে শিক্ষক দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

