জন্ডিসের প্রাদুর্ভাব এলাকা পরিদর্শনে প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ২৬ জুন : বেশ কিছুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় জল বাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। আজ সেই এলাকা পরিদর্শন গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বাড়ি বাড়ি যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় জল বাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ওই এলাকায় নতুন করে ডিডব্লিউএস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেই জল খেয়েই জন্ডিসের প্রাদুর্ভাব সেই এলাকায় দেখা দেয় বলে অভিযোগ। ওই নিয়ে সংবাদ পেয়ে নড়ে বসে স্বাস্থ্য দপ্তর। পরর্বতী সময়ে বাড়ি বাড়িতে পাঠানো হয় আশা কর্মীদের এবং খোঁজখবর নেওয়া হয়। আজ সেই এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন আশিস কুমার সাহা বলেন, জন্ডিস প্রাদুভার্ব এলাকার বাড়ি বাড়ি যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন। যারা আক্রান্ত হয়েছে তাদের সবারই অভিযোগ, পরিশোধিত পানীয় জলের নামে নিম্নমানের জল সাপ্লাই দেওয়ার জন্যই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্ষার নোংরা জল পরিশোধিত জলের সঙ্গে মিশে বাড়ি বাড়িতে যাওয়ার ফলে এই রোগের প্রাদুর্ভাব। অবিলম্বে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আশীষ বাবু।