বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য : সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ড: বিক্রান্ত ভুরিয়া

আগরতলা, ২৫ জুন : বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলেছেন তা ১০০ শতাংশ সত্য। পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী আগেই বলেছেন গরিব, আদিবাসী নিয়ে যারাই আওয়াজ তুলবে তাদের উপর বিজেপি হামলা চালাবে। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা এর জলজ্যান্ত উদাহরণ। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ড: বিক্রান্ত ভুরিয়া।

তিনি আরো বলেন, সুদীপ রায় বর্মনের বাড়িতে হামলা হয়েছে কারণ তিনি সত্যি কথা বলেছেন। উনি সত্যি কথা বলার সাহস রাখেন। সেই জন্যই উনার উপর হামলা সংঘটিত হয়েছে। যারাই আদিবাসীদের নিয়ে কথা বলার চেষ্টা করে তাদের উপর হামলা চালায় বিজেপি। এটা শুধু রাজ্য নয় গোটা দেশেই এই ঘটনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ড: বিক্রান্ত ভুরিয়া অভিযোগ তুলে বলেন, ২০২৩ সালে ৪ জুলাই মধ্যপ্রদেশের সিধি জেলার করবি গ্রামে এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করেছিল বিজেপি নেতা কবে শুক্ল। এই ঘটনার প্রমাণ রয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান আদিবাসী মহিলাকে তার স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় মোটা অংকের টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এই সকল ঘটনা বিজেপির অপকর্মের জলজ্যান্ত উদাহরণ বলে দাবি করেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিধায়কের সরকারি বাসভবনে হামলার ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছেন।