মণিপুরে আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালান চক্র ভেঙে দিল পুলিশ, চারজন গ্রেফতার

ইমফল, ২৫ জুন: মণিপুর পুলিশ এক আন্তঃরাজ্য সংঘবদ্ধ অস্ত্র চোরাচালান চক্রের পর্দাফাঁস করেছে। মঙ্গলবার (২৪ জুন) গ্রেটার ইমফল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পি) [UNLF(P)]-এর সক্রিয় ক্যাডার বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এক সিনিয়র পুলিশ অফিসার জানান, “এই চক্রের গ্রেপ্তারের ফলে বড় সাফল্য মিলেছে। এই চোরাচালান চক্রটি রাজ্য সীমানা অতিক্রম করে কার্যক্রম চালাচ্ছিল এবং ধৃতদের মধ্যে একজন UNLF(P)-এর ক্যাডার।”

অভিযানে ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে স্মিথ অ্যান্ড ওয়েসন, সিগ সাওয়ার, গ্লক, জেডি টরাস ও বেরেট্টা পিস্তল। এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক লোডেড ম্যাগাজিন এবং ১৫০ রাউন্ডের বেশি জীবিত গুলি।

এছাড়াও, একই দিনে পৃথক একটি অভিযানে ইমফল ওয়েস্টের বাবুপাড়া এলাকা থেকে UNLF(P)-এর আরও তিনজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন সরকারি কর্মচারী ও ঠিকাদারদের হুমকি দিয়ে চাঁদাবাজি করছিল এবং জোর করে ঠিকাদারি কাজ পাওয়ার চেষ্টা করছিল।

পুলিশ কর্মকর্তা বলেন, “তাদের ভয়ভীতি প্রদর্শনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।”

এই দুই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চলছে এবং পুলিশ নজরদারি বাড়িয়েছে যাতে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধীদের খুঁজে বের করা যায়।