ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কৈলাসহরে

কৈলাসহর, ২৫ জুন : একটি ছাগলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত কৈলাসহর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ৪ নং ওয়ার্ড এলাকা। পাখিরবাদা ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আম্বর আলী নামে এক ব্যক্তির ছাগল প্রায় দিনই ওই একই এলাকার বাসিন্দা আক্কল আলীর বাড়িতে আসে। এমন কি আক্কল আলী সেই ছাগলটিকে প্রায় দিনই বেঁধে রাখেন উনার বাড়িতে, কেননা সেই ছাগলটি আসলে উনার বাড়ির ফসল নষ্ট করে তাই তিনি আম্বর আলীকে বলেন যাতে উনার ছাগলটি উনার বাড়িতে না আসে সেদিকে তিনি খেয়াল রাখতে বলেন আম্বর আলীকে।

অভিযোগ আজ পুনরায় উনার বাড়িতে ছাগলটি আসলে উনার পরিবারের লোকেরা ছাগলটিকে বেঁধে রাখে। এরপর উক্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে প্রথম বাক বিতন্ডা হয়। এরপর আম্বর আলী এবং উনার দুই ছেলে এবং উনার স্ত্রী মিলে আক্কল আলীর বাড়িতে আসে, উনারা এসে ধারালো অস্ত্র দিয়ে এবং লাঠি দিয়ে আক্কল আলী সহ উনার পরিবারের লোকেদের উপর আক্রমণ চালায় বেধড়কভাবে মারধোর করে ওদেরকে। এরপর স্থানীয়রা এসে মারের হাত থেকে তাদেরকে রক্ষা করে।

এই মারপিটের ঘটনায় আহত হয় চারজন, যার মধ্যে আক্কল আলীর স্ত্রী ময়রুন বেগমের মাথায় গুরুতরভাবে আঘাত লাগে। পাশাপাশি আক্কল আলীর এক মেয়ের একটি হাত ভেঙ্গে যায়। ওদেরকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে আক্কল আলীর স্ত্রী ময়রুন বেগমের অবস্থা সংকটজনক বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উক্ত বিষয় নিয়ে আক্কল আলী অভিযুক্তদের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান আক্কল আলী।