বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে আটক তরুণী

বক্সনগর, ২৪ জুন : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে আটক হল এক তরুণী। অবৈধ অনুপ্রবেশ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন।

জানা যায়, সোমবার গভীর রাতে বক্সনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বক্সনগর রাজবাড়ি এলাকার আবু হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সূত্রে খবর, ধৃত তরুণী বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা এবং তার কোনো বৈধ ভিসা কিংবা পাসপোর্ট নেই। তিনি তার খালাতো বোনের ডাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। বোনটি বক্সনগর পুরানবাড়ির বাসিন্দা আবু হোসেনের স্ত্রী, যিনি বহু বছর আগে সিলেট থেকে বিবাহসূত্রে ভারতে আসেন।

অভিযোগ, স্বামী বিদেশে থাকাকালীন ও পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরও ওই গৃহবধূ বিভিন্ন যুবকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। জানা গেছে, বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরিতে যুক্ত, যার অজুহাতে তিনি প্রায়শই আগরতলা যাতায়াত করেন। অভিযোগ আরও, তিনি তার খালাতো বোনকে বাংলাদেশ থেকে ডেকে আনেন এবং একই কার্যকলাপে যুক্ত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তরুণীকে বাংলাদেশে পুশ ব্যাক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, ওই তরুণীকে ছাড়ানোর জন্য কমলনগরের বাসিন্দা এক ব্যক্তি, যার নাম সাইফুল,থানায় যাতায়াত শুরু করেছেন বলে জানা যায়। ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো চক্রের নেপথ্যে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।