ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির ২% ভোট থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠার যাত্রা, খুব একটা সহজ ছিল না : সাংসদ বিপ্লব

আগরতলা, ২৪ জুন : ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির ২% ভোট থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠার যাত্রা, খুব একটা সহজ ছিল না। দলের কঠিন সময়ের প্রকৃত কার্যকর্তারা কমিউনিস্টদের ক্রমাগত সন্ত্রাস মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের বিস্তারে অদম্য সাহস নিয়ে কাজ করেছিলেন বলেই ২০১৮ তে পরিবর্তন সম্ভব হয়েছে, যার সুফল আজ ত্রিপুরার আপামর জনগন ভোগ করছে। দুর্দিনের এই নিষ্ঠাবান কার্যকর্তাদের স্থান সর্বদা উনার হৃদয়ে আছেন বলে জানান পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ শ্রী দেবের আগরতলা আবাসে এমনই এক কার্যকর্তা জোলাইবাড়ীর অরুন ত্রিপুরা ও তাঁর পরিবারকে সম্বর্ধিত করতে গিয়ে একথা বলেন সাংসদ। তিনি জানান তাদের সম্বোধিত করতে পারে খুবই আপ্লুত সাংসদ বিপ্লব কুমার দেব।