আগরতলা, ২৪ জুন : তেলিয়ামুড়ায় গৃহবধুর মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফরেন্সিক টিম। ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ।
উল্লেখ্য, গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে গত কাল থেকেই বিভিন্ন মেডিকেল দোকানের পরিচালিত ডাক্তারের চেম্বার নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। গত কালের উত্তেজিত পরিস্থিতি নিয়ে প্রশাসন ও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে গোটা বিষয়টি। সঠিক তদন্তের জন্য গতকাল বিধায়িকা ও প্রশাসনকে জানিয়েছিলেন। সেই অনুসারে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্তে নামে। মঙ্গলবার এরই অঙ্গ হিসেবে ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ।
অন্য দিকে, মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর নিহত রাখী সাহার মৃত দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। হাসপাতালে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায়। সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিশিয়াল কাজে সহযোগিতা করতে দেখা যায় বিধায়িকাকে। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন। এছাড়াও পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদানে আস্বস্ত করেন। এদিনি বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য।

