আগরতলা, ২৪ জুন : জম্পুইজলা থেকে জিরানিয়া যাওয়ার পথে বেলবাড়ি এলাকায় রাস্তার পাশে গভীর জঙ্গল থেকে উদ্ধার এনএস ২০০ মডেলের একটি বাইক। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে।
জানা যায়, বেলবাড়ি এলাকার এক জনজাতি কৃষক গরু নিয়ে জমিতে যাওয়ার পথে আচমকাই দেখতে পায় গভীর জঙ্গলে উক্ত বাইকটি পড়ে রয়েছে। বাইক উদ্ধারের ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জোড়ো হতে থাকে খবর পাঠায় রাধাপুর থানায়। ঘটনার খবর পেয়ে রাধাপুর থানা পুলিশ ঘটনাস্থলের ছুটে আসে। বাকইটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এলাকাবাসী ও পুলিশের ধারণা বাইকটি চুরি করে নিয়ে যেতে না পারে চোরের দল গভীর জঙ্গলে ফেলে দেয়।
তবে বাইক উদ্ধার করার পর পুলিশের অনুমান দীর্ঘদিন যাবত গভীর জঙ্গলে পড়েছিল বাইকটি। তবে উদ্ধার বাইকটির মধ্যে কোনরকম নাম্বার প্লেইট নেয়। পুলিশ বাইক উদ্ধারের বিষয়ে রাজ্যের সমস্ত থানায় মেসেজ পাঠিয়েছে বলে জানা যায়। তবে বাইকটি কোথাও চুরি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

