অসমে জাতীয় সড়কের সংস্কারের খেসারত, সড়ক পথের পর এবার রেলপথেও বিচ্ছিন্ন ত্রিপুরা

মালিগাঁও, ২৩ জুন : অসমে জাতীয় সড়ক সংস্কারের জেরে সড়কপথে বিচ্ছিন্ন হয়েই গেছে। এবার রেলপথেও দেশের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। কারণ, সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করায় রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে সড়ক ও রেললাইনের মাঝখানের ঢাল বসে যায় এবং ভূমিখণ্ড রেললাইনের দিকে সরে এসে বিশাল ধসের সৃষ্টি করেছে। পূর্বোত্তর সীমান্ত অসমের গুরুত্বপূর্ণ লামডিং–বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করেছে। রবিবার সন্ধ্যায় নিউ হাফলং–জাটিংগা লামপুর সেকশনে রেললাইনের ওপর বিশাল পাথর ও ভূমিখণ্ড ধসে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ওই অঞ্চলে চলমান সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করায় রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর ফলে সড়ক ও রেললাইনের মাঝখানের ঢাল বসে গেছে এবং ভূমিখণ্ড রেললাইনের দিকে সরে এসে বিশাল ধসের সৃষ্টি করেছে। পাশাপাশি, রাস্তা থেকে জল সরাসরি রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলকে “চরমভাবে অরক্ষিত” ঘোষণা করে সঙ্গে সঙ্গে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সাথে তিনি যোগ করেন, লামডিং বিভাগের পূর্বোত্তর রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে এনএইচএআই-কে বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে যাতে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ রেল সংযোগ রক্ষা করা যায়। ইতিমধ্যে রেলপথ পরিষ্কার করতে কর্মী মোতায়েন করা হয়েছে। তাঁর মতে, আগামীকাল জাতীয় সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তারপরই ওই রুটে রেল চলাচলের বিষয়ে চিন্তাভাবনা হবে। তবে তাঁর আশঙ্কা, পরিস্থিতি দেখে খুব সহসা রেল পরিষেবা ওই রুটে চালু করা সম্ভব হবে তিনি নিশ্চিত হতে পারছেন না।

২৩ জুনের বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ট্রেন নম্বর ১৫৬১৫ (গৌহাটি – শিলচর) এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬১১ (রঙিয়া – শিলচর) এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬১৭ (গৌহাটি – দুল্লভছড়া) এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬১২ (শিলচর – রঙিয়া) এক্সপ্রেস এবং ২৪ জুনের ট্রেন নম্বর ১৫৬১৮ (দুল্লভছড়া – গৌহাটি) এক্সপ্রেস ও ট্রেন নম্বর ০৫৬৩৭ (নাহারলাগুন – শিলচর) বিশেষ ট্রেন। এছাড়া ২৪ জুন মাঝপথেই যাত্রা সমাপ্ত করা হবে। তাতে রয়েছে, ট্রেন নম্বর ০৫৬৩৮ (শিলচর – নাহারলাগুন) বিশেষ ট্রেন ২৩ জুন নিউ হরঙ্গাজাওয়েতে সংক্ষিপ্তভাবে সমাপ্ত হবে। ট্রেন নম্বর ১২৫১৩ (চারলাপল্লি – শিলচর) এক্সপ্রেস ২১ জুন লামডিং-এ থেমে যাবে। ট্রেন নম্বর ১২৫০১ (কলকাতা – আগরতলা) গরীব রথ এক্সপ্রেস ২২ জুন গৌহাটি-তে থেমে যাবে। ট্রেন নম্বর ২০৫০১ (আগরতলা – আনন্দ বিহার টার্মিনাল) তেজস এক্সপ্রেস ২৩ জুন বদরপুরে থেমে যাবে। ট্রেন নম্বর ১২৫১৯ (লোকমান্য তিলক টার্মিনাস – আগরতলা) এক্সপ্রেস ২২ জুন গৌহাটি-তে থেমে যাবে এবং ট্রেন নম্বর ১৩১৭৫ (শিয়ালদহ – শিলচর) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৩ জুন লামডিং-এ থেমে যাবে। এদিকে, ট্রেন নম্বর ১৪০৩৭ (শিলচর – নিউ দিল্লি) পূর্বোত্তর সম্প্রীতি এক্সপ্রেস ২৩ জুন যাত্রা শুরু করার কথা থাকলেও এখন তা ২৪ জুন সকাল ৬:০০টায় যাত্রা শুরু করবে। পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে যাত্রীদের অনুরোধ করেছে, তাঁরা যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরের মাধ্যমে যাচাই করে নিন।