ধর্মনগর, ২৩ জুন : বাড়ির মালিকের অনুপস্থিতিতে বাইক সহ স্বর্ণালংকার নিয়ে গেল নিশিকুটুম্বের দল। ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগর মহকুমার পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীজু রঞ্জন দেবের বাড়িতে।
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে নয় নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দীজু রঞ্জন দেব উনি বর্তমানে বহিঃ রাজ্যে রয়েছেন। উনার বাড়িতে ভাড়া থাকেন শিক্ষা দপ্তরের চাকুরিরত তাপস দেবনাথ। উনার মূল বাড়ি ধর্মনগরের বাইরে। উনি প্রতি শনিবার বাড়িতে চলে যান এবং সোমবার সকালবেলা এই ভাড়া বাড়িতে চলে আসেন বলে জানান তাপস দেবনাথ। তিনি জানান আজ সকালবেলা বাড়িতে এসেই দেখতে পান গেট খোলা। তখনই সন্দেহ হয় উনার। সাথে সাথে বাড়ির মালিককে ফোন করে জিজ্ঞাসা করেন উনারা এসেছেন কিনা।
তারা জানান, বর্তমানে তারা ব্যাঙ্গালোরে রয়েছেন। তখন তাপস দেবনাথ উনার নিকট আত্মীয়দের এবং এলাকাবাসীদের জানান। যখন ঘরের ভিতরে প্রবেশ করেন তখন দেখা যায় মালিকের ঘরের দরজা ভাঙ্গা। প্রত্যেকটি ঘরের কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে থাকা প্রত্যেকটি গোদরেজ আলমিরা খোলা, লকার ভাঙ্গা। নিকট আত্মীয়রা ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা থেকে পুলিশ আধিকারিকসহ পুলিশ কর্মীরা ছুটে আসেন। ভাড়াটে তাপস দেবনাথ এবং নিকট আত্মীয় জানান, বাড়ির মালিক একমাত্র বলতে পারবে নিশি কুটুম্বের দল কত টাকার স্বর্ণালংকার নিয়ে গেছেন বা কি কি নিয়ে গেছে।

