বিলোনিয়া, ২৩ জুন : ভুতুড়ে বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে বিলোনিয়া বিদ্যুৎ নিগম অফিসে হানা দেয় বিলোনিয়া ঈশান চন্দ্রনগর ও নেতাজি সুভাষ চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। তারা এ বিষয়ে সিনিয়র ম্যানেজারের কাছে জানতে চাইলে সিনিয়র ম্যানেজার পালিয়ে যান বলে অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তীকে ঘেরাও করে তাদের অভিযোগ জানাতে থাকেন।
প্রসঙ্গত, সম্প্রতি সরকার প্রত্যেকের বিদ্যুৎ মিটার পরিবর্তন করে নতুন স্মার্ট মিটার লাগিয়েছে। আর এই স্মার্ট মিটার লাগানোর পর থেকেই শুরু হয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিল আসা। এক একটি খেটে খাওয়া দিনমজুর পরিবারের বিদ্যুৎ বিল আসছে হাজার হাজার টাকা। যা দেখে আতঙ্কিত হয়ে উঠছেন পরিবারগুলি। অর্থাৎ এক একটি পরিবারের মাসিক আয়ের থেকে বিদ্যুৎ বিল চার থেকে পাঁচ গুণ বেশি উঠছে। আর তা দেখে আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে ঘুরছে মানুষ।
তাঁরা জানান, আগে যেখানে অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল দিতেন সেখানে তা দাঁড়িয়েছে তিন থেকে পাঁচ হাজার টাকায়। যা সামঞ্জস্যহীন। বিদ্যুৎ দপ্তরের কাছে এর সমাধান সূত্র চাইলে কিন্তু দপ্তর কোন সমাধান সূত্র বা সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্মার্ট মিটার পরিবর্তন বা বিরোধিতা নয় তারা এই ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণ জানতে চান। তারা আরো বলেন আমরা যা বিদ্যুৎ ব্যবহার করব তার বিল দিতে রাজি কিন্তু বেশি নয়। যদি দপ্তরের কাছে তারা এর সমাধান সূত্র না পান তাহলে প্রয়োজন বোধে তারা গণস্বাক্ষর নিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এবং রাজ্য বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সমস্যা থেকে নিস্তার পেতে লিখিতভাবে অভিযোগ তুলে ধরবেন বলে জানান। এখন দেখার বিষয় বিদ্যুৎ দপ্তর এই সমস্যা সমাধানে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

