আগরতলা, ২৩ জুন : সাত বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক তথা পক্স আইনের বিশেষ বিচারক গোবিন্দ দাস। সাথে ২০০০ টাকা জরিমানারও আদেশ দিয়েছে আদালত।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি বিকেল আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটে নাগাদ বিলোনিয়া বড়পাথরী লক্ষীপুর এলাকায় ওই পৈশাচিক নেক্কারজনক ঘটনা সংঘটিত হয়। সাত বছরের নাবালিকাটি পাশের মহেশ্বর নায়েক ভিলের বাড়িতে খেলতে গেলে সেখানে আকাশ নায়েক ভিল নাবালিকাটিকে মোবাইল দেখাবে বলে নিজের মাটির ঘরে ডেকে নেয়। সেখানেই সে তার পাশবিক লালসা মিঠায়। পরবর্তী সময়ে নাবালিকা ছোট্ট মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার বাবা বিলোনিয়া মহিলা থানা অভিযুক্ত আকাশ নায়েক ভিলের বিরুদ্ধে মামলা করে। মহিলা থানার পুলিশ সেই সময়ে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(বি) ৩৭৬(এ) এবং ৬/৮ অফ পকসো ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে এই মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এর স্বপ্না ভৌমিক ১৩ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট প্রেরণ করে।
আদালত এই মামলায় ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে পক্সো আইনের স্পেশাল বিচারক গোবিন্দ দাস পকসো ধারায় বিবাদী আকাশ নায়েক ভিলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানার ঘোষণা করে। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।

