রেযাগাডা, ২১ জুন : ওডিশার রেযাগাডা জেলার কাশিপুর ব্লকের বাইগনাগুড়া গ্রামে আন্তঃজাত বিবাহের পর এক মহিলার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়। মহিলাটি একজন তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত এবং তিনি পাশের গ্রামের এক তফসিলি জাতি পুরুষকে বিয়ে করেন। এই ঘটনাকে ঘিরে গ্রামে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
বিয়ের পর মহিলার পরিবারের সদস্যদের সামাজিকভাবে একঘরে করে দেয় গ্রামবাসীরা। পুনরায় সমাজে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য গ্রামবাসীদের চাপে ওই পরিবারকে একটি “পবিত্রীকরণ” অনুষ্ঠান করতে বাধ্য করা হয়। এর অংশ হিসেবে তারা স্থানীয় দেবতার উদ্দেশে পশু বলি দেন এবং পরে একসাথে ৪০ জনের মাথা মুণ্ডন করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরই কাশিপুর ব্লকের বিডিও বিজয় সয় ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। এক ব্লক স্তরের আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের ঘটনা ওডিশায় এর আগেও ঘটেছে। চলতি বছরের শুরুতেই বারগড় জেলায় একটি পরিবারকে এক সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া করতে বাধা দেওয়া হয়, কারণ তিনি ভিন্ন জাতের একজনকে বিয়ে করেছিলেন।
উল্লেখযোগ্য যে, ওডিশা সরকার আন্তঃজাত বিবাহকে উৎসাহিত করতে এক বিশেষ প্রকল্প চালু করেছে, যার আওতায় বিবাহিত দম্পতিকে ২.৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবুও সমাজে এখনও জাতপ্রথাজনিত বৈষম্য এবং কুসংস্কারের বলি হতে হচ্ছে অনেক পরিবারকে।

