বিশালগড়ে ফের দুঃসাহসিক চুরি: পিএমশ্রী বাইদ্যাদিঘী স্কুলে ৪০টি ট্যাব লুট

বিশালগড়, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস পালনের দিনে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশালগড়ে। শুক্রবার গভীর রাতে পিএমশ্রী বাইদ্যাদিঘী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয় থেকে প্রায় ৪০টি ল্যাপটপসহ আনুমানিক ৮ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, চোরের দল শুধু বাড়িঘর নয়, এবার শিক্ষা প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে। পিএমশ্রী বাইদ্যাদিঘী স্কুলে কলাপসিবল গেট ভেঙে চোরেরা প্রবেশ করে। এরপর প্রতিটি শ্রেণীকক্ষ, লাইব্রেরি এবং শিক্ষক-শিক্ষিকাদের বসার ঘরের আলমারি ভেঙে তারা মূল্যবান সামগ্রী লুট করে।
শনিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে এসে দেখেন, কলাপসিবল গেটসহ প্রতিটি শ্রেণীকক্ষের তালা ভাঙা। এই দৃশ্য দেখে তাঁরা তাৎক্ষণিকভাবে স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান, কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিশালগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কিত। স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত যুবকরাই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড় করতেই তারা এমন কাজ করছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য শিক্ষা দফতর থেকে দেওয়া ৪০টি নতুন ল্যাপটপ চুরি হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।