দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে আটক শরিফ মিয়া

আগরতলা, ২০ জুন : গোপন সংবাদের ভিত্তিতে এক ভারতীয় টাউটকে আটক করে পুলিশ। সে টাকার বিনিময়ে বাংলাদেশীদের ত্রিপুরায় প্রবেশে সাহায্য করে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জিআরপি ওসি তাপস দাস বলেন, শুক্রবার ভোরে আগরতলা জিআরপি থানার পুলিশ, ৪৯ বি এস এফ, কালমচওড়া থানার সহযোগিতায় একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় টাউটকে আটক করে। তার নাম শরীফ মিয়া( ৪২)। তার বাড়ি দুধপুকুর মসজিদের পাশে।

তিনি আরও জানিয়েছেন, তাকে আগরতলা জিআরপি থানাতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে একটি বিশেষ পুলিশের টীম জোরালো ভাবে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে ওই সংক্রান্ত মামলায় ওই এলাকা থেকে আরো অনেকে গ্রেফতার হতে পারেন। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।