আজ ওড়িশা সফরে প্রধানমন্ত্রী: বিজেপি সরকারের এক বছর পূর্তিতে জমকালো অনুষ্ঠান

ভুবনেশ্বর, ২০ জুন: আজ ওড়িশা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বিজেপি সরকারের এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভুবনেশ্বরের জনতা ময়দানে অনুষ্ঠিত হবে এই বিশাল জনসভা, যেখানে উপস্থিত থাকবেন ১ লক্ষেরও বেশি মানুষ।

প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হল বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও ‘ভিশন ডকুমেন্ট ২০৩৬’ উন্মোচন, যা আগামী দশকে ওড়িশার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করবে।

মোহন মজিহি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন সফল প্রকল্পের খতিয়ান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম হল ‘লক্ষপতি দিদি’ প্রকল্প ও ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য কার্ডের রোলআউট।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের ওড়িশা সফর ঘিরে জমকালো প্রস্তুতি চলছে। বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি পৌঁছাবেন ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে তাঁকে গার্ড অফ অনারসহ আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। এরপর বিকেল ৩টা ৪৫ থেকে ৪টা ১৫ পর্যন্ত বিমানবন্দর থেকে জনতা ময়দান পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হবে। রোড শো চলাকালীন রাস্তাজুড়ে পরিবেশিত হবে ওড়িয়ার লোকসংগীত ও নৃত্য।

বিকেল ৪টা ১৫ থেকে ৫টা ৩০ পর্যন্ত জনতা ময়দানে হবে মূল জনসভা ও সরকারি কর্মসূচি। এই সময় প্রধানমন্ত্রী উন্মোচন করবেন ‘ভিশন ডকুমেন্ট ২০৩৬’, যা আগামী দিনের ওড়িশার সার্বিক উন্নয়নের রূপরেখা হিসেবে কাজ করবে। একইসঙ্গে তিনি উদ্বোধন করবেন ১৭,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প। এদিন তিনি পাঁচজন ‘লক্ষপতি দিদি’—স্বনির্ভর উদ্যোগে বছরে এক লক্ষ টাকার বেশি উপার্জনকারী নারীদের—সংবর্ধনা প্রদান করবেন এবং পাঁচজন প্রবীণ নাগরিকের হাতে তুলে দেবেন ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য কার্ড। সবশেষে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে ভুবনেশ্বর বিমানবন্দর ত্যাগ করবেন। এই সফরের মধ্য দিয়ে রাজ্যে বিজেপি সরকারের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরা ও আগামী দিনের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী।