ভুবনেশ্বর, ২০ জুন: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ও উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পরীডা আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাষ্ট্রপতির জীবনযাত্রা, সংগ্রাম ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এক্স-এ লেখেন, “ওড়িশার মাটির মা শক্তির প্রতীক, আমাদের গর্ব ও সম্মানের উৎস, মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবন সংগ্রাম, নিষ্ঠা ও সাফল্যের এক অসাধারণ দৃষ্টান্ত। এক সাধারণ আদিবাসী পরিবার থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার যাত্রা প্রতিটি দেশবাসীর জন্য প্রেরণাদায়ক। আপনার সরলতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেম আমাদের সকলের জন্য অনুকরণীয়। এই শুভদিনে জগন্নাথ দেবের চরণে প্রার্থনা করি, আপনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন। আপনার নেতৃত্বে ভারত আরও এগিয়ে যাক।”
উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও রাষ্ট্রপতি মুর্মুকে সম্মান জানিয়ে লেখেন, “সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা। মর্যাদা, সহনশীলতা ও প্রজ্ঞার এক উজ্জ্বল প্রতীক তিনি। ওড়িশার অন্তর থেকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর যাত্রা আজ লক্ষ লক্ষ মানুষের জন্য এক প্রেরণার উৎস। ঈশ্বর করুন, তিনি সুস্থ ও দৃঢ় থেকে জাতির সেবায় আরও বহু বছর কাজ করুন।”
অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পরীডা লেখেন, “আমাদের গর্ব, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক সাধারণ পরিবার থেকে দেশের রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত আপনার যাত্রা সকলের কাছে এক অসাধারণ প্রেরণা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি দীর্ঘজীবী ও সুস্থ থাকুন।”
রাষ্ট্রপতি মুর্মুর জন্মদিন উপলক্ষে শুধু রাজনৈতিক মহল নয়, ওড়িশার সাধারণ মানুষও তাঁকে শুভেচ্ছা জানিয়ে গর্ব অনুভব করছেন। রাষ্ট্রপতির সংগ্রামী ও মানবিক নেতৃত্ব আজ গোটা দেশের কাছে আদর্শ হয়ে উঠেছে।

