চিকিৎসার জন্য মুম্বই রওনা দিলেন নবীন পট্টনায়ক, প্রার্থনায় ভাসছে ওড়িশা

ভুবনেশ্বর, ২০ জুন: ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক শীঘ্রই মুম্বইয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন। ২২ জুন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাঁর সার্ভাইক্যাল আর্থরাইটিসের চিকিৎসা হবে। এই তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পট্টনায়ক, এবং তিনি ওড়িশাবাসীর আশীর্বাদ ও প্রার্থনা চেয়েছেন।

নিজের (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে নবীন পট্টনায়ক লেখেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, চলতি মাসের ২২ তারিখে আমি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে সার্ভাইক্যাল আর্থরাইটিসের চিকিৎসা গ্রহণ করব। আমার ব্যক্তিগত চিকিৎসক ড. রামাকান্ত পান্ডা মুম্বইয়ে এই প্রক্রিয়াটি সমন্বয় করছেন। জগন্নাথ দেবের আশীর্বাদ ও আমার ওড়িশাবাসীর শুভেচ্ছা নিয়ে দ্রুত ফিরে আসার আশা রাখছি, যাতে আপনাদের সেবা চালিয়ে যেতে পারি।”

দলের সূত্র অনুযায়ী, তাঁর অনুপস্থিতিতে বিজেডি-র দৈনন্দিন দায়িত্ব সামলাবে দলীয় রাজনৈতিক বিষয়ক কমিটি। দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবী প্রসাদ মিশ্র বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

প্রধানমন্ত্রী মোহন চরণ মাজি নবীন পট্টনায়কের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নবীন পট্টনায়কের সুস্থতার কামনায় শুভেচ্ছাবার্তা ও প্রার্থনা আসতে শুরু করেছে।

এদিকে, নবীন পট্টনায়কের ভুবনেশ্বরের বাসভবনে তাঁর অনুগামী ও দলের কর্মীরা পূজা ও প্রার্থনার আয়োজন করেন। তাঁকে মুম্বই বিদায় জানানোর আগে অনেক কর্মী-সমর্থক বিমানবন্দরে জড়ো হন, এবং তাঁর সুস্থ প্রত্যাবর্তনের কামনা করেন।

ওড়িশার রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষও প্রার্থনা করছেন, যাতে নবীন পট্টনায়ক দ্রুত সুস্থ হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন।