আগরতলা, ২০ জুন : নেশা কারবারি দুই যুবকের মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ওই ঘটনায় উদয়পুর ছনবন জাতীয় সড়কের পাশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে উদয়পুর ছনবন জাতীয় সড়কের পাশে দুই যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে এসেছিলেন। প্রায় সময়ই ওই দুই যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসে, বলে অভিযোগ এলাকাবাসীদের। ওই বিষয়টি এলাকাবাসীদের নজরে আসা মাত্র তাঁদেরকে আটক করার জন্য উৎ পেতে বসে থাকেন। আজ বিক্রয় করতে আসলে তাদেরকে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।

