ঘুষ কান্ড : বরখাস্ত আইএএস ধিমান চাকমা জামিনের আবেদনে ওড়িশা হাইকোর্টের দ্বারস্ত

ভুবনেশ্বর, ২০ জুন : বরখাস্ত আইএএস আধিকারিক ও প্রাক্তন ধর্মগড় সাব-কালেক্টর ধিমান চাকমা শুক্রবার ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। এর আগে ভিজিল্যান্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।

সূত্রমতে, ঘুষ কাণ্ডে জড়িত থাকার দায়ে চাকমা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। গত ৯ জুন ভিজিল্যান্স বিভাগ তাকে ১০ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করেছে। এছাড়াও, ভিজিল্যান্স দল চাকমার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে আরও ৪৭ লাখ টাকা নগদ উদ্ধার করেছে। এরপর তাঁকে কালাহান্ডির ভিজিল্যান্স আদালতে পেশ করা হয়।

গ্রেফতারের পর তাকে ভুবনেশ্বরের ভিজিল্যান্স আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এখন তিনি জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেছেন।

হাইকোর্টে তাঁর জামিন আবেদন শোনবে এবং এরপরই আদালত এটি নিয়ে সিদ্ধান্ত নেবে যে তাকে জামিন দেওয়া হবে কিনা।