আগরতলা, ২০ জুন : গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আজ একটি গাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালিয়ে ৪৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সাথে গাড়ির চালক ও সহচালককে আটক করেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আমবাসা থানার ওসি নন্দন দাস।
আমবাসা থানার ওসি নন্দন দাস বলেন, গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানায় খবর আসে গাড়ি করের গাঁজা গঙ্গানগর হয়ে আমবাসার উদ্দেশ্যে রওয়ানা দেবে। ওই খবরের পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় একটি গাড়িকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ কেজি গাঁজা সহ গাড়ির চালক ও সহচালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ধৃতরা হলেন, প্রসেনজিৎ মজুমদার ও রাজু দেব। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়।

