যাত্রীবাহী অটো থেকে ২৪৭টি ইয়াবা উদ্ধার, চালক আটক

আগরতলা, ২০ জুন : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য খোয়াই থানার পুলিশ। অভিযানে যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে ২৪৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাথে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে খোয়াই থানাী পুলিশ নাকা চেকিংয়ে বসে। ওই সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী অটো আটক করে পুলিশ। ওই অটোতে তল্লাশি চালিয়ে দুই প্যাকেট ভর্তি মোট ২৪৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে অটোর চালক রুপন দেবকে(২৬)। তার বাড়ি খোয়াইয়ের আশারামবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।