ধর্মনগর, ১৯ জুন : ধর্মনগরে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। ধর্মনগর পৌর পরিষদের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ নাথ নামে এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, ধর্মনগর থানায় খবর আসে যে এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ সুলেমান রিয়াং ও অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত অনুপ নাথের দেহ ঘরের বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। তবে একটি গামছা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা ছিল ঘরের ছাদে ওঠার সিঁড়ির উপর বাঁধা। এটি দেখে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
ঘটনার সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মৃত অনুপ নাথের ছোট ভাই অনুপম নাথ উপস্থিত সাংবাদিকদের ছবি না তোলার এবং সোশ্যাল মিডিয়ায় কিছু না প্রকাশ করার জন্য হুমকি দিতে থাকে। এমনকি, পুলিশের কাজেও বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ফলে পুলিশের সন্দেহের তীর এখন অনুপম নাথের দিকেই। পুলিশ এই ঘটনাকে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছে এবং গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।

