নয়াদিল্লি, ১৯ জুন : ইজরায়েল-ইরান চলমান সংঘাতের প্রেক্ষিতে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের ‘অপারেশন সিন্ধু’-এর আওতায়** নিরাপদে সরিয়ে আনা হবে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েলে অবস্থানরত যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান, তাঁদের সরিয়ে আনা হবে। প্রথমে তাঁদের স্থলপথে সুরক্ষিতভাবে ইজরায়েল সীমান্ত পেরিয়ে আনা হবে এবং পরে বিমানে করে ভারতে ফিরিয়ে দেওয়া হবে।
তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। দূতাবাস জানিয়েছে, যারা এখনও নিবন্ধন করেননি, দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নিবন্ধন করতে পারেন। প্রয়োজনে ২৪x৭ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে +৯৭২ ৫৪ ৭৫২০৭১১ আথবা +৯৭২ ৫৪ ৩২৭৮৩৯২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ইমেইলেও যোগাযোগের জন্য বলা হয়েছে।
বিদেশ মন্ত্রক ইজরায়েলে অবস্থানরত ভারতীয়দের সতর্ক করে বলেছে, সকল ভারতীয় নাগরিককে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসন ও ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা সমস্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে হবে। মন্ত্রক আরও জানিয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়। ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদান করবে। দূতাবাস স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এর আগে বৃহস্পতিবার উত্তর ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১১০ জন ভারতীয় শিক্ষার্থী সফলভাবে নয়াদিল্লিতে ফিরেছেন। তাঁরা স্থলপথে আর্মেনিয়ায় প্রবেশ করে সেখান থেকে বিমানে ভারতে ফেরেন। এই শিক্ষার্থীদের মধ্যে ৯৪ জনই ছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, বাকিরা দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও রাজস্থানের।
ইজরায়েল সম্প্রতি ‘অপারেশন রাইজিং লায়ন’ এর আওতায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালায়। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে আসায় নিজেদের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এই পদক্ষেপ নেয় ইজরায়েল। এরপর থেকে উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে শত শত মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও ভারত সরকার দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

