এনএলইউ গুয়াহাটির ছাত্র হোস্টেলের ঘরে মৃত অবস্থায় উদ্ধার; মেলেনি কোনো সুইসাইড নোট

গুয়াহাটি, ১৯ জুন: ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড জুডিশিয়াল অ্যাকাডেমি (NLUJA), গুয়াহাটির তৃতীয় বর্ষের এক ছাত্রকে আজ সকালে তার হোস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ২১ বছর বয়সী এই ছাত্রটি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, সকাল আনুমানিক ১০:১৪ নাগাদ তার এক বন্ধু তাকে একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে হোস্টেলের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সহপাঠীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ছাত্রটিকে অচেতন অবস্থায় পান। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
সূত্র অনুযায়ী, মৃত ছাত্রটি কাউন্সেলিং নিচ্ছিলেন এবং ঘটনার সময় নির্ধারিত ওষুধ সেবন করছিলেন। এই তথ্যগুলো জানা গেলেও, ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান তদন্তে পূর্ণ সহযোগিতা করছে যাতে পরিস্থিতির ওপর আলোকপাত করা যায়।
ছাত্রটির বাবা-মা বিকেলে গুয়াহাটিতে এসে পৌঁছেছেন, তাদের এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। ছাত্রের অকাল মৃত্যুতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সহায়তা প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রমাণ না পাওয়ায়, কর্তৃপক্ষ সব দিক খতিয়ে দেখছে। তারা ছাত্রের ঘনিষ্ঠ বন্ধুদের এবং সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে।