পঞ্চায়েত রাজ মন্ত্রক ও ভাষিণীর মধ্যে বহুভাষিক ই-গভর্ন্যান্স বিস্তারে সমঝোতা স্মারক স্বাক্ষর

নয়াদিল্লি, ১৮ জুন : পঞ্চায়েত রাজ মন্ত্রক ও ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অন্তর্গত “ভাষিণী” (জাতীয় ভাষা অনুবাদ মিশন) আগামী ১৯ জুন, ২০২৫-এ এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চলেছে। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া অ্যানেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ ও মৎস্য, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী অধ্যাপক এস.পি. সিং বাঘেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পঞ্চায়েত রাজ মন্ত্রকের সচিব শ্রী বিবেক ভরদ্বাজ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী এস. কৃষ্ণন সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভাষা প্রযুক্তিকে কাজে লাগিয়ে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় বহুভাষিক প্রবেশগম্যতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রকের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচার কার্যক্রমে বহুভাষিক সুবিধা সংযুক্ত করার ফলে গ্রামীণ ভারতের জনপ্রতিনিধি, কর্মচারী ও সাধারণ নাগরিকরা স্থানীয় ভাষায় বিভিন্ন সরকারি পরিকল্পনা ও পরিষেবায় আরও সহজে অংশগ্রহণ করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েত রাজ মন্ত্রকের প্রধান ডিজিটাল পোর্টাল ও প্ল্যাটফর্মগুলিকে সম্পূর্ণভাবে বহুভাষিক করার পথে অগ্রসর হওয়া যাবে। একইসঙ্গে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে মজবুত করতে ও পঞ্চায়েত স্তরের প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে তুলতে সরকারিভাবে তৈরি এআই-ভিত্তিক ডিজিটাল পরিকাঠামোর ব্যবহার বাড়ানো হবে।

অনুষ্ঠানে “ই-গ্রামস্বরাজ” পোর্টালে ভাষিণী ইন্টিগ্রেশনের একটি বিশেষ ডিজিটাল উদ্বোধনী ভিডিওও প্রকাশ করা হবে। এই ভিডিওর মাধ্যমে প্রযুক্তিগত একীকরণ কীভাবে গ্রামীণ প্রশাসনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করে তুলছে, তা তুলে ধরা হবে।