আগরতলা, ১৮ জুন : বিহারের নির্বাচনে বৈতরণী পার করতে জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আজ প্রদেশ কংগ্রেস এসি ডিপার্টমেন্টের সদর জেলা সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন আশিস কুমার সাহা বলেন, সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট ১০ টি এস সি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।
তাছাড়া, এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন বছর ধরে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সারা দেশে জাত গণনার সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকারকে আবেদন জানিয়েছেন। কিন্তু বিগত দিনে সরকার তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নি। কিন্তু বর্তমানে রাজনৈতিক কৌশলে বিহারের নির্বাচনের আগ মূহুর্তে কেন্দ্র সরকার জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে। আসলে বিহারের নিবার্চনে বৈতরনী পার হওয়ার জন্য মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তাঁর কথায়, গোটা দেশে জাতি জনগণনার প্রয়োজন রয়েছে। এই জাতি জনগণনার কারণে অনেকেই বারংবার সরকারি সুযোগ পেয়ে যাচ্ছেন। তাই অতিসত্বর জাতি জনগণনার কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছে কংগ্রেস।

