নয়াদিল্লি/তেহরান, ১৭ জুন: ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে তেহরানে বসবাসরত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের শহরটি ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার ও মঙ্গলবার পরপর একাধিক বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া পোস্টে এই সতর্কতা জারি করা হয়েছে।
তেহরানে বসবাসকারী এবং এখনো ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি এমন সব ভারতীয় নাগরিকদের অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান ও যোগাযোগের তথ্য ভাগ করে নিতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, “যেসব ভারতীয় নাগরিক ও পিওআই নিজের উদ্যোগে তেহরান ত্যাগ করতে সক্ষম, তারা যেন অবিলম্বে শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।”
ইতিমধ্যে ইরানের উরমিয়া শহর থেকে ১০০ জন ভারতীয় শিক্ষার্থীকে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার তাদের আরও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজ চলেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান-ইজরায়েল উত্তেজনার প্রেক্ষিতে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালাতে এবং বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করতে দিল্লিতে ২৪ ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের হেল্পলাইন নম্বরগুলির মধ্যে রয়েছে টোল ফ্রি নম্বর 1800 118 797 এবং আন্তর্জাতিক কলের জন্য +91-11-23012113, +91-11-23014104 ও +91-11-23017905। এছাড়াও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে +91-9968291988 নম্বরে এবং ইমেল পাঠানো যাবে situationroom@mea.gov.in ঠিকানায়।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরি প্রয়োজনে আলাদা হেল্পলাইন চালু করেছে। সেখানে ভয়েস কলের জন্য ব্যবহার করা যাবে +98 91281 09115 এবং +98 91281 09109 নম্বর দুটি। হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য চালু রয়েছে +98 90104 45557, +98 90159 93320 ও +91 80868 71709 নম্বরগুলি। তেহরানে দূতাবাসের সঙ্গে ইমেলেও যোগাযোগ করা যাবে cons.tehran@mea.gov.in ঠিকানায়।
তেহরান ছাড়াও ইরানের অন্যান্য শহরেও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বান্দার আব্বাস শহরের জন্য হেল্পলাইন নম্বর হল +98 91776 99036 এবং জাহেদান শহরের জন্য চালু হয়েছে +98 93963 56649 নম্বরটি। ভারতীয় দূতাবাস এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইজরায়েল ও ইরানের মধ্যকার সংঘর্ষ ইতিমধ্যেই পঞ্চম দিনে প্রবেশ করেছে। ইসরায়েল “অপারেশন রাইজিং লায়ন” নামে অভিযান চালিয়ে ইরানের সেনা ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর প্রতিক্রিয়ায় ইরান চালায় “অপারেশন ট্রু প্রমিস ৩”, যেখানে ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইরানে ২২৪ জন এবং ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেখানে ইসরায়েল ‘বিস্তৃত সামরিক হামলা’ চালিয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ দেন, যার ফলে আতঙ্ক আরও বাড়ে এবং ভবিষ্যতের সম্ভাব্য হামলার আশঙ্কা জোরদার হয়।
ভারত সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্থানীয় নাগরিকদের প্রতি বারবার যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

