পিলভিট জেলা কার্যালয় উচ্ছেদ মামলায় সমাজবাদী পার্টিকে এলাহাবাদ হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন : পিলভিট জেলায় দলীয় কার্যালয় উচ্ছেদের বিতর্কে এলাহাবাদ হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সমাজবাদী পার্টির দায়ের করা বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমাজবাদী পার্টি চাইলে এলাহাবাদ হাই কোর্টে পুনরায় আবেদন করতে পারবে।

এই মামলায়, সমাজবাদী পার্টির জেলা সভাপতি আনন্দ সিং যাদব এলাহাবাদ হাই কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছিলেন। ওই আবেদনে তিনি অভিযোগ করেন, পিলভিট নগর পালিকা পরিষদ জোর করে পার্টিকে তাদের জেলা কার্যালয় থেকে উচ্ছেদ করেছে। তবে হাই কোর্ট সেই রিট গ্রহণ না করে যাদবকে একই বিষয়ে আর কোনো রিট আবেদন না করার নির্দেশ দেয়।

এই আদেশের বিরুদ্ধেই সমাজবাদী পার্টি সুপ্রিম কোর্টে যায়। পার্টির দাবি, যাদব তার ব্যক্তিগত ক্ষমতায় রিট আবেদন করেছিলেন এবং পার্টি তার বক্তব্যের সঙ্গে একমত নয়। পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হয় যে, দলকে হাই কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হোক, যাতে উচ্ছেদের বিরুদ্ধে আইনগত প্রতিকার চাওয়া যায়।

সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাভে সমাজবাদী পার্টির পক্ষে বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি পি.বি. ভারালে-র বেঞ্চে জানান, দলটি গত ১৬ বছর ধরে নিয়মিত ভাড়া প্রদান করে আসছে। তা সত্ত্বেও হাই কোর্টের আগের আদেশের ফলে এখন পার্টির পক্ষে হাই কোর্টে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর কোনো শুনানির সুযোগ না দিয়েই পার্টির কার্যালয় থেকে জোর করে উচ্ছেদের আদেশ দেওয়া হয়। দলটি চায়, এলাহাবাদ হাই কোর্ট নগর পালিকার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিক যাতে ২০০৫ সালের ১৭ মার্চ পজেশন চিঠির ভিত্তিতে দলটির নামে লিজ ডিড কার্যকর করা যায়।

এই প্রসঙ্গে বিচারপতি মেহতা বলেন, আপনারা হাই কোর্টে যাচ্ছেন না কেন? এই প্রশ্নের মাধ্যমে তিনি পরামর্শ দেন, আবেদনকারী হাই কোর্টেই এই বিষয়ে আবেদন করতে পারেন।

সুপ্রিম কোর্ট জানায়, এই বিশেষ অনুমতি আবেদনে ৯৯৮ দিনের বিলম্ব রয়েছে এবং এলাহাবাদ হাই কোর্টে যিনি রিট দায়ের করেছিলেন, তিনি নিজেকে আবেদনকারী পার্টির সভাপতি দাবি করেছিলেন, যাকে পার্টি স্বীকৃতি দেয়নি। সে কারণে সেই রিট আবেদন হাই কোর্টে প্রত্যাহার করা হয়েছিল এবং একই বিষয়ে আবার রিট করার কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা মনে করি, হাই কোর্টের ওই আদেশ সমাজবাদী পার্টির অধিকার ক্ষুন্ন করে না। তাই বিশেষ অনুমতি আবেদন খারিজ করা হলো।”

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সমাজবাদী পার্টি এখন আবার পিলভিট জেলার বিতর্কিত উচ্ছেদ মামলা নিয়ে এলাহাবাদ হাই কোর্টে আবেদন করতে পারবে।