নয়াদিল্লি, ১৫ জুন: কেন্দ্রীয় নবীন ও নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ভারতের পবন শক্তি সক্ষমতা বছরে ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ৫১.৫ গিগাওয়াটে পৌঁছেছে। গত বছর এই পরিমাণ ছিল ৪৬.৪২ গিগাওয়াট।
বিশ্ব পবন শক্তি দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, “দেশ ক্রমাগত উদ্ভাবন, সবুজ প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।”
মন্ত্রী আরও জানান, নবীকরণযোগ্য শক্তি খাতে ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সৌরশক্তি থেকে শুরু করে পবনশক্তি পর্যন্ত, দেশ এক উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যতের দিশা দেখাচ্ছে।
প্রহ্লাদ জোশী বলেন, “২০১৪ সালে ভারতের সৌরশক্তি সক্ষমতা ছিল মাত্র ২.৮২ গিগাওয়াট। গত ১১ বছরে এই খাতে বিপুল অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশ ২৫ গিগাওয়াট সৌর সেল উৎপাদন এবং ২ গিগাওয়াট ওয়েফার উৎপাদন ক্ষমতার একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে।”
ভারত সরকার ২০৩০ সালের মধ্যে নবীকরণযোগ্য শক্তি খাতে ৫০০ গিগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যে এগোচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতিশ্রুতি ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

