পূর্ত দপ্তরের উদাসীনতায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা চালক

শান্তিরবাজার, ১৫ জুন : বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় একটি ভগ্নপ্রায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাক চালক। স্থানীয়দের অভিযোগ, বাইখোড়া পূর্ত দপ্তরের চরম উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাইখোড়া-লক্ষীছড়া যাতায়াতের প্রধান এই বেইলি ব্রিজটি দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা বহুবার পূর্ত দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সকালে টিআর ০৫ জে ১৫৩২ নম্বরের মালবাহী ট্রাকটি ব্রিজের উপর উঠতেই ব্রিজটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এর ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়।
স্থানীয়রা জানান, তাঁরা বারবার পূর্ত দপ্তরকে এই ‘মরণফাঁদ’ সম্পর্কে সতর্ক করেছিলেন। এছাড়াও, সাধারণত সকল ব্রিজে তার ধারণক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া থাকলেও, এই ব্রিজের ক্ষেত্রে এমন কোনো সতর্কবার্তা ছিল না, যা আজকের দুর্ঘটনার অন্যতম কারণ।
এই ব্রিজটি লক্ষীছড়া থেকে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন। ব্রিজ ভেঙে পড়ায় বর্তমানে যোগাযোগে ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।