বাংলাদেশের জনগণ না মুজিবর রহমানের সম্মান করেছে, না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান করেছে, তারা ভারতকেও সম্মান করবে না: প্রদ্যুৎ

আগরতলা, ১৪ জুন : বাংলাদেশের জনগণ না মুজিবর রহমানের সম্মান করেছে, না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান করেছে। বাংলাদেশের স্বাধীনতায় দেশের উন্নয়নে যাদের কৃতিত্ব সব থেকে বেশি তাদেরকে সম্মান জানাতে পারেনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে ঘটে যাওয়া বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈত্রিক ভিটেতে হামলার ঘটনায় এমনটাই বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

তাঁর কথায়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা প্রদান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রাষ্ট্রগান লিখেছেন। যে দেশ নিজের দেশের অস্তিত্ব রক্ষায় সাহায্যকারী শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান করতে পারেনি, তারা ভারতবর্ষের সম্মান করবে না। নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রত্যেককে সোচ্চার হওয়ার আহ্বান করেন প্রদ্যুৎ কিশোর। উনার কথায় কোন তিপ্রা মথা ছাড়া আঞ্চলিক দল এ বিষয়ে কথা বলেনি।

এছাড়াও তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে প্রশাসনকে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় আরও বেশি কড়া নজরদারি প্রয়োজন। সরকার আরো কঠোরভাবে এই সীমান্ত এলাকাগুলোর দিকে নজর দিক। কোনভাবে যেন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক, রোহিঙ্গা এদেশে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে আরো কঠোর হতে হবে।