উদয়পুরে রহস্যজনক অবস্থায় প্রাক্তন বিজেপি সাংসদের পুত্রের মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা

জয়পুর, ১৪ জুন : রাজস্থানের প্রাক্তন বিজেপি সাংসদ মহাবীর ভাগোরা-র পুত্র আশীষ ভাগোরা (৪০)-র মৃতদেহ শনিবার সকালে উদয়পুরে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছে। উদয়পুরের আম্বামাতা থানার অন্তর্গত জয় আম্বে ডেয়ারির উপরে তিনি একটি ২৪ ঘণ্টার পাবলিক লাইব্রেরি পরিচালনা করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ লাইব্রেরিতে পড়তে আসা কয়েকজন ছাত্র আশীষকে ডাকাডাকি করলেও সাড়া না পাওয়ায় তারা তাঁর কক্ষে যায়। সেখানে তাঁকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছাদে পাখার সঙ্গে একটি গামছা ঝুলতে দেখে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। পরে তাঁর দেহ মহারানা ভূপাল সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আম্বামাতা থানার ইনচার্জ মুকেশ সোনি জানিয়েছেন, আশীষ ভাগোরা মল্লাতালাই এলাকার একলব্য কলোনির বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে। আশীষ ভাগোরা আদিবাসী এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজে বিশেষভাবে জড়িত ছিলেন। তাঁর শিক্ষাগত আগ্রহ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি প্রশংসিত ছিলেন।

খবর পেয়ে উদয়পুর বিজেপির জেলা সভাপতি গজপাল সিং রাঠোর ও বর্ষীয়ান নেতা প্রমোদ সমর ঘটনাস্থলে ছুটে আসেন। রাঠোর বলেন, “আশীষ ছিলেন এক প্রতিভাবান ও সমাজনিষ্ঠ ব্যক্তি। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করবে।”

উল্লেখ্য, আশীষের পিতা মহাবীর ভাগোরা প্রায় চার বছর আগে প্রয়াত হন। তিনি গোগুন্ডা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ভৈরোঁ সিং শেখাওয়াতের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। পরে সালুম্বার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। পুলিশ বর্তমানে আশীষ ভাগোরার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যের দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। মৃত‌্যুর কারণ জানতে আরও গভীর তদন্ত চলছে।