আগরতলা, ১৪ জুন : ট্রিপার ও কমান্ডারের সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন ব্যক্তি। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ছয়জন। বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায় ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাতজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায় ট্রিপার ও কমান্ডারের সংঘর্ষে আহত হয়েছে ১৩ জন ব্যক্তি। টিআর০১২৯৮৯ নম্বরের একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। ওই পথে অপর দিক থেকে টিআর০৭১৮৯০ নম্বরের একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বিশালগড় উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে কমান্ডার গাড়িতে থাকা সমস্ত যাত্রীরা গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাতজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।
আজ বিকেলে জিবি হাসপাতালপ চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই ঘটনায় শিশুর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

