নাগপুর, ১৩ জুন: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস নাগপুর-এ আজ থেকে শুরু হল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আয়োজিত ‘বেস্ট প্র্যাকটিসেস কনক্লেভ’-এর প্রথম সংস্করণ। দুই দিনের এই সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। সম্মেলনে দেশের বিভিন্ন এইমস (ভোপাল, জম্মু, বিলাসপুর, যোধপুর, নাগপুর, দেওঘর, পাটনা, গোরখপুর, গৌহাটি, রায়পুর) এবং প্রতিরক্ষা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনা (PMSSY) শাখার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের সূচনাপর্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতি পুন্যা সলিলা শ্রীবাস্তব। তিনি সরকারি স্বাস্থ্যব্যবস্থায় গুণগত মান ও সার্বজনীন স্বাস্থ্যসেবার গুরুত্বের ওপর জোর দেন এবং সবার মধ্যে নেতৃত্বের দৃষ্টিভঙ্গি বিকাশের আহ্বান জানান।
ভার্চুয়াল ভাষণে শ্রী নাড্ডা বলেন, “এইমস সমূহ শুধুমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান নয়, বরং এগুলি হল জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে উন্নত ক্লিনিক্যাল কেয়ার, মানসম্পন্ন মেডিকেল শিক্ষা এবং গবেষণার উৎকর্ষ একত্রে মেলে। প্রতিটি এইমস আঞ্চলিক বৈষম্য দূর করে সুলভ, প্রমাণভিত্তিক ও উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে।”
তিনি এইমস নাগপুরকে ধন্যবাদ জানান এই প্রথমবার ‘বেস্ট প্র্যাকটিসেস’ সম্মেলন আয়োজনের জন্য এবং বলেন, “এই সম্মেলন তিনটি মূল ক্ষেত্রে – শিক্ষা ও গবেষণা, হাসপাতাল পরিষেবা এবং শাসন ও রোগীর সুবিধার – সেরা অভিজ্ঞতাগুলি একত্রিত করে অন্যান্য এইমস-এর সঙ্গে ভাগ করে নেওয়ার এক অভিনব উদ্যোগ।”
শিক্ষাক্ষেত্রে কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, ডিজিটাল লার্নিং, সিমুলেশন ল্যাব এবং মেন্টরশিপ প্রোগ্রাম বাস্তবায়নের প্রশংসা করেন শ্রী নাড্ডা। একই সঙ্গে আঞ্চলিকভাবে প্রাসঙ্গিক গবেষণা, নৈতিক ক্লিনিকাল ট্রায়াল এবং আন্তঃবিভাগীয় সহযোগিতার প্রসারকেও তিনি উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন।
এইমস-এর রোগীসেবার প্রসঙ্গে তিনি বলেন, “উন্নত পরিকাঠামো, বিভিন্ন বিশেষত্বের চিকিৎসা, এবং ডিজিটাল পরিষেবা যেমন জন ঔষধি কেন্দ্র, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা ও হেল্পডেস্ক প্রমাণ করে যে দক্ষতা ও মানবিকতা একসঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সহাবস্থান করতে পারে।”
এই সম্মেলনে এইমস নাগপুর-এর নির্বাহী পরিচালক ডঃ প্রশান্ত পি জোশি, স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব সুষ্রী অঙ্কিতা মিশ্রা বুন্দেলা, প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা, এবং দেশের বিভিন্ন এইমস-এর শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

