শিলং, ১৩ জুন: সোহরার ওয়েইসাওডং জলপ্রপাতে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মেঘালয় সরকার রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারে ‘মেঘালয় রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট’ সংশোধন ও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, পর্যটনের আড়ালে ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ডের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা রাজ্যে পর্যটনকে স্বাগত জানাতে চাই, তবে তার পাশাপাশি বাসিন্দাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।” প্রসঙ্গত, সম্প্রতি সোহরার এক পর্যটন স্থানে এক পরিকল্পিত হত্যাকাণ্ডে ভিকটিমের স্ত্রী, তার প্রেমিক ও তিনজন ভাড়াটে খুনি জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সরকার উপলব্ধি করে যে, পর্যটন উন্নয়নের পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামোও অপরিহার্য।
একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভা পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য ২৭৩.৪১ একর অব্যবহৃত জমি রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে পর্যটন দপ্তরের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমিগুলি মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেড-এর অধীন ছিল এবং এর মধ্যে রয়েছে আইবি ক্যাম্পাস, লে-জংশন থেকে নংসডার গ্রাম পর্যন্ত অঞ্চল, মিইসিএল স্কুল ও এনএইচআরডিসি -র পিছনের এলাকা, ব্লক V এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লুম্পংডেং দ্বীপ। সরকারের আশা, এই জমি ব্যবহারে রাজ্যের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এছাড়াও, মেঘালয় মন্ত্রিসভা রাজ্যের দুর্গম এলাকাগুলির সঙ্গে জেলা সদর দপ্তরগুলোর যোগাযোগ সুসংহত করতে নতুন ‘আঞ্চলিক সংযোগ প্রকল্প ২০২৫’ অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় ৯০টি নতুন বাস পরিষেবা চালু করা হবে, যা ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষভাবে পরিকল্পিত। এই প্রকল্পের আওতায় সরকার গাড়ির অন-রোড মূল্যের ৩৫ শতাংশ ভর্তুকি দেবে, ৫ শতাংশ উপভোক্তা বহন করবে এবং বাকি ৬০ শতাংশ ঋণের মাধ্যমে পাঁচ বছরে শোধযোগ্য হবে। রাজ্য সরকার এক্ষেত্রে মোট ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত সহায়তা দেবে, যাতে বেসরকারি অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রকল্প রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সরকার জানিয়েছে।
2025-06-13

