আগামী ৩ জুলাই শুরু খার্চি পূজা, প্রস্তুতি চূড়ান্ত : রতন

আগরতলা, ১২ জুন : আগামী ৩ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। আজ পুরাতন আগরতলা ব্লক অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। তাঁর দাবি, প্রতি বছরের মতো এবছর সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, সাতদিন ব্যাপী খার্চি মেলায় দেশ ও বিদেশ থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হবে লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে চতুর্দশ দেবতার মন্দির সাজিয়ে তুলা হচ্ছে।

তাঁর দাবি, ৩ জুলাই ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে এদিন উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এবছরের খার্চি মেলাকে সাফল্য মন্ডিত করে তুলতে ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, মেলাী বিভিন্ন বিষয় নিয়ে দুটি সভাও অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, মেলা ভিটেমাটি বিলি করার জন্য আবেদন জমা দেওয়া ১৫ জুন থেকে।

এদিন তিনি আরও বলেন, মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্কাউট এবং গাডস। পাশাপাশি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে টিএসআর, পুলিশ এবং স্বেচ্ছা সেবক উপস্থিত থাকবেন।