আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘অত্যন্ত মর্মান্তিক’, বললেন আলিয়া ভাট, যাত্রীদের জন্য প্রার্থনা বলিউড তারকাদের প্রতিক্রিয়া

মুম্বই/আহমেদাবাদ, ১২ জুন :আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ার ঘটনায় শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাংবাদিক ফে ডি’সুজার একটি প্রতিবেদন শেয়ার করে আলিয়া লেখেন: এটা ভীষণভাবে মর্মান্তিক। বিমানে থাকা প্রত্যেক যাত্রী ও ক্রু সদস্য এবং তাঁদের পরিবারের জন্য হৃদয় থেকে প্রার্থনা রইল…

অন্যান্য বলিউড সেলিব্রিটিরা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন, ভিকি কৌশল, অক্ষয় কুমার, সোনু সুদ, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত। এঁরা সকলেই সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে লিখেছেন, তাঁরা এই দুর্ঘটনায় ভীষণভাবে মর্মাহত এবং প্রার্থনা করছেন আক্রান্তদের জন্য।