যুদ্ধবন্দিদের প্রত্যাবর্তনে বিলম্বের রাশিয়ার দাবিকে ইউক্রেনের খণ্ডন

কিয়েভ, ৮ জুন : যুদ্ধবন্দিদের প্রত্যাবর্তনে বিলম্ব ঘটানোর রাশিয়ার অভিযোগকে সরাসরি খণ্ডন করেছে ইউক্রেন। ইউক্রেনের কো-অর্ডিনেশন হেডকোয়ার্টার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার এ বক্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। ইউক্রেন জানিয়েছে যে, বন্দি বিনিময়ের জন্য নির্ধারিত যুদ্ধবন্দিদের তালিকা তারা রাশিয়াকে ইতোমধ্যেই প্রদান করেছে। তবে রাশিয়া এমন কিছু তালিকা উপস্থাপন করেছে যা পূর্বে নির্ধারিত বিনিময় মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এর আগে গতকাল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবন্দিদের পরিকল্পিত বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে অনির্দিষ্টকালের জন্য বিলম্ব ঘটানোর অভিযোগ তোলে। রাশিয়ার দাবি, ইউক্রেন হঠাৎ করেই বন্দি ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি একটি টেলিগ্রাম পোস্টে বলেন, “আমরা ইউক্রেনকে প্রথম ধাপে ৬৪০ জন যুদ্ধবন্দির তালিকা দিয়েছি এবং নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ স্থানান্তর শুরু করেছি। তবে ইউক্রেনের আলোচকরা নির্ধারিত স্থানে হাজির হননি।”