টেট ২০২৪-২০২৫ পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগ, বুল প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নম্বর দেওয়ার দাবি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন:
টেট ২০২৪-২০২৫ পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আজ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন পরীক্ষার্থীরা।

তাদের অভিযোগ, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি, প্রশ্নপত্র ও আনসার কি-তে মিল না থাকার অভিযোগও তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

তারা দাবি করেন এই প্রশ্নপত্রে অনিয়মের ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। তাই প্রশ্নপত্রের ভুলের কারণে যে ভুল হয়েছে পরীক্ষার্থীদের, সেটি বিবেচনা না করে সম্পুর্ন নাম্বার ওই প্রশ্নে প্রদান করার দাবি জানিয়েছেন তারা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তারা করজোড়ে বিষয়টি বিবেচনা করার দাবি জানিয়েছেন।