শ্রীনগর , ৮ জুন : উত্তর রেলওয়ে কাটরা ও শ্রীনগরের মধ্যে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কাটরা থেকে এই ট্রেনটি পতাকা দেখিয়ে রওনা দেন।
কাটরা থেকে বারামুলা হয়ে ফিরতি পথে যাত্রা করা যাত্রীরা এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল প্রথম দিনের ট্রেন চলাচল নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং বন্দে ভারত এক্সপ্রেস যথাসময়ে গন্তব্যে পৌঁছায়।
ট্রেন চালুর খবর শোনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায়। রেলের তথ্য অনুযায়ী, পরিষেবা চালুর আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। দিনভর কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেন মোট চারটি ট্রিপ সম্পন্ন করে।
এই ট্রেনে রয়েছে আধুনিক চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের আসন ব্যবস্থা। চেয়ার কারের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ₹৭১৫ এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ₹১৩২০।

