বার্লিন, ৮ জুন : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি। সম্প্রতি ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেডফুল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
ভারতীয় জনতা পার্টির সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলটি পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের বিরুদ্ধে ভারত কখনও মাথা নত করবে না বলে তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেয়। তাঁরা জার্মানির রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বকে সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা অবহিত করেন।
প্রতিনিধি দলটি জার্মানিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পহেলগাম হামলার পর ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সহযোগিতা ও সংহতির জন্য রবি শঙ্কর প্রসাদ তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারতীয় সম্প্রদায়কে উদ্দেশ করে দেওয়া এক ভাষণে রবি শঙ্কর প্রসাদ বলেন, “পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপসহীন।”

