১৭ দফা দাবিতে ৯ জুলাই দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের ডাকে বনধের সমর্থনে এগিয়ে আসার আহবান সিপিআইএমএল- র

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৮ জুন: রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আইনের শাসন নেই বলে গুরুতর অভিযোগ করেছে সিপিআইএমএল। আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটে শামিল হতে দল মত নির্বিশেষে সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন।

সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে বেশ কয়েকটি বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বেসরকারীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজ্যের সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। ১৭ দফা দাবিতে আগামী ৯জুলাই দেশব্যাপী ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ যে বন্ধের ডাক দিয়েছে সেই বনধকে সমর্থনে সকলকে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, রাজ্যে আইনের শাসন নেই। সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা যাচ্ছে না। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের লোকজনদেরকে ঈদের দিনে তাদের নিজের বাড়িতে গবাদি পশুর জবাই করতে বাধা দান করা হয়েছে। এমনকি তাদের বাড়িতে ঢুকে হিন্দুত্ববাদী সংগঠন মারধর করেছে। এ ধরনের ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না। এসব ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে সিপিআইএমএল।