আগরতলা, ৭ জুন : মাছ ধরতে গিয়ে সিমনায় ইটভাট্টার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই নাবালিকার। একজনের নাম লক্ষী এবং অপরজনের নাম মানবি। লক্ষীর বয়স ১৪ বছর এবং মানবীর বয়স ১১ বছর।
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেল তিনটে নাগাদ লক্ষী ও মানবী দুই বোন মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে সিমলার ইটভাট্টায় গর্তে পড়ে যায় দুই বোন। সেই গর্তের জল থেকে তারা আর উঠে আসতে পারেনি। ইটভাটার গর্তের জলে ডুবে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং পরিবারের লোকজনদের ঘটনা জানান। সেখান থেকে তারা দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মোহনপুর হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের পর আজ মৃতদেহ দুটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জলে ডুবে দুই নাবালিকা বনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

