১৬তম অর্থ কমিশনে অংশকালীন সদস্য হিসেবে নিয়োগ পেলেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর

নয়াদিল্লি, ৭ জুন: রাষ্ট্রপতির অনুমোদনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর শ্রী টি. রবি শঙ্কর-কে ১৬তম অর্থ কমিশনের অংশকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কমিশনের রিপোর্ট জমা দেওয়া অথবা ৩১শে অক্টোবর, ২০২৫—যেটি আগে হয়—পর্যন্ত পদে বহাল থাকবেন।

এই নিয়োগটি এসেছে অর্থ কমিশনের পূর্ণকালীন সদস্য শ্রী অজয় নারায়ণ ঝা-র ব্যক্তিগত কারণে পদত্যাগের পরিপ্রেক্ষিতে।

১৬তম অর্থ কমিশন গঠিত হয় ৩১শে ডিসেম্বর, ২০২৩-এ, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রাক্তন নীতি আয়োগ-উপ-সভাপতি ড. অরবিন্দ পনগড়িয়া। কমিশনের দায়িত্ব হলো ১লা এপ্রিল, ২০২৬ থেকে শুরু হওয়া পরবর্তী পাঁচ বছরের জন্য আর্থিক সুপারিশ পেশ করা। কমিশনকে তার চূড়ান্ত রিপোর্ট ৩১শে অক্টোবর, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে।