রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে: এবিভিপি

আগরতলা, ৭ জুন : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। অবিলম্বে কলেজগুলোতে শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে এবিভিপি। কিন্তু সরকার দাবি পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আজ সাংবাদিক সম্মেলনে করে এমনটাই অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক গৌরব দাস বলেন, রাজ্যের কলেজ গুলোর জন্য সহকারী প্রফেসরের ২০৭ পদ অবিলম্বে সরকারের পূরণ করার প্রয়োজন। নাহলে কলেজগুলির পঠন-পাঠন নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজ্যের কোচিং সেন্টার গুলির জন্য নির্দিষ্ট ভাবে কোন গাইডলাইন না থাকায় বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাজ্যের সরকারি শিক্ষকদের দিকে আঙ্গুল তুলে বলেন, বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা বাড়িতে বিদ্যা ব্যবসা করছেন। সরকারের দ্রুত প্রয়োজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ সরকার এ বিষয়ে অবগত রয়েছে।