হরিয়ানায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ সন্তানের বাবা

আগরতলা, ৭ জুন : কাজ করতে গিয়ে হরিয়ানায় নিখোঁজ হয়ে গিয়েছে কমলপুরের এক বাসিন্দা। শেষে বাধ্য হয়ে কমলপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন স্ত্রী অর্চনা খারিয়া। তাঁর দুই কন্যা সন্তানও রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলপুর থানাধিন বিষ্ণুপুরের বাসিন্দা রবিলাল খারিয়া গাড়ি চালানোর জন্য হরিয়ানা গিয়ে নিখোঁজ। গত ২৪ এপ্রিল তাকে নিয়ে যায় পার্শবর্তী হারেরখোলার বাসিন্দা সাধন কন্দ। তার সাথে যায় তার এক ভাইপো রানা খারিয়া। কিন্তু যাওয়ার পর তার কোনো খোঁজ নেই। সেখান থেকে তার মোবাইল ফোন থেকে জানানো হয় সে অসুস্থ। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই। শেষে বাধ্য হয়ে কমলপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন স্ত্রী অর্চনা খারিয়া। রবিলাল খারিয়ার ষোলো বছর ও তেরো বছরের দুই কন্যা সন্তান রয়েছে।